শিশুদের কাছে দুরন্ত সাইকেল একটি জনপ্রিয় ব্র্যান্ড। তারা স্টাইল, রঙ ও নিরাপত্তার দিক দিয়ে একে অনেক পছন্দ করে। বর্তমান বাজারে দুরন্ত সাইকেল মূল্য ২০২৩ অনুযায়ী কিছুটা ভিন্নতা লক্ষ্য করা যায়। বিভিন্ন মডেল ও সাইজ অনুযায়ী দাম নির্ধারিত হয়, যেমন ২০ ইঞ্চি হুইল সাইজের একটি দুরন্ত সাইকেলের দাম প্রায় ৭,০০০ থেকে ১০,০০০ টাকার মধ্যে হতে পারে। বয়সভেদে গিয়ারযুক্ত ও গিয়ারবিহীন সাইকেলেও ভিন্নতা থাকে। এছাড়া কিছু নতুন ডিজাইন ও ফিচার যুক্ত মডেলের দাম আরও বেশি হতে পারে। তাই সঠিক মডেল ও বাজেট অনুযায়ী দাম যাচাই করে কেনা উত্তম।