প্রকৃতির অন্যতম সুন্দর উপাদান ফুল, আর তাই ফুল নিয়ে ক্যাপশন মানুষের অনুভব প্রকাশের এক অসাধারণ উপায়। ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে ফুলের ছবি পোস্ট করার সময় একটি মনোমুগ্ধকর ক্যাপশন সেই ছবির সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে। যেমন—“ফুল যেমন হাসে, মনও তেমনি হাসুক।” প্রেম, সৌন্দর্য, কোমলতা, কিংবা ভালোবাসা—এই প্রতিটি অনুভূতির সঙ্গে ফুল ওতপ্রোতভাবে জড়িত। এই কারণে ক্যাপশনেও ফুলের গুরুত্ব থাকে অপার। কবি ও সাহিত্যিকরাও যুগে যুগে ফুলকে নিয়ে অগণিত উক্তি ও ভাবনা প্রকাশ করেছেন।